
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মনোনয়ন জমা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শুক্রবার ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিন কালীঘাটের বাসভবন থেকে পদযাত্রা করে মনোনয়ন জমা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। পাশাপাশি আক্রমণ শানান রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। অভিষেক বলেন, ‘বিজেপির রাজনীতি হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করার রাজনীতি।’ এরপরই সন্দেশখালি ইস্যু নিয়ে অভিষেক বলেন ‘বাংলাকে কলুষিত করার জন্য নোংরামি করেছে বিজেপি। দু’পাঁচটি ভোট বেশি পাওয়ার জন্য ২ হাজার টাকা দিয়ে মা বোনেদের সম্মানহানী করা হচ্ছে।’ রাজ্যপাল ও রাজভবন ইস্যুতে অভিষেক ব্যানার্জি বলেন ‘শুক্রবার যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে তা শুধুমাত্র নাটক। রাজভবনের উচিত ভেতরের ছবি দেখানোর।’ ‘এখন কোথায় মহিলা কমিশন?’ প্রশ্ন অভিষেকের। তিনি আরও বলেন, ‘বাংলা বিরোধী বিজেপির অস্তিত্ব আর থাকবে না। বিদায় সময়ের অপেক্ষা। যে নোংরা রাজনীতি বিজেপি করছে তার জবাব দেবে বাংলার মা বোনেরা।’ তিনি আশাবাদী যে গতবারের চেয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আরও বেশি ভোটে তিনি জিতবেন। উন্নয়নের যে কাজ তৃণমূল সরকার করে আসছে, তা আগামীতেও বজায় থাকবে।